মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

প্রাথমিকের প্রধান শিক্ষক পদে ২,১৬৯ জনকে নিয়োগ দেবে পিএসসি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ১০:১৩ এএম

প্রাথমিকের প্রধান শিক্ষক পদে ২,১৬৯ জনকে নিয়োগ দেবে পিএসসি

ছবি- সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (৩১ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশজুড়ে মোট ২ হাজার ১৬৯টি শূন্য পদে আবেদন করার সুযোগ থাকছে। এই নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করতে হবে। ডিগ্রিতে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা বাধ্যতামূলক। বিশেষ করে, শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীন প্রার্থীদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে, যা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী কার্যকর হবে।

নিয়োগ প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হবে—লিখিত ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা ৯০ নম্বরের হবে, যেখানে বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) থেকে প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীরাই কেবল ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের উপস্থাপনা, বোধগম্যতা এবং শ্রেণিকক্ষে শিক্ষাদানের দক্ষতা মূল্যায়ন করা হবে।