মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল, ৯ সেপ্টেম্বরেই ডাকসু নির্বাচন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:১০ পিএম

হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল, ৯ সেপ্টেম্বরেই ডাকসু নির্বাচন

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে চলা আইনি জটিলতার অবসান হয়েছে। হাইকোর্টের যে আদেশে নির্বাচন স্থগিত হয়েছিল, আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেছেন। ফলে নির্ধারিত তারিখ ৯ সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। পরবর্তীতে চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন।

এর আগে, হাইকোর্ট এক রিটের প্রেক্ষিতে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। একইসাথে, হাইকোর্ট জানতে চেয়েছিলেন কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই এবং চূড়ান্ত করা হচ্ছে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় মোট ৪৭১ জন প্রার্থীর নাম ছিল। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং অন্যান্য পদে বিভিন্ন সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।