মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

আসিফ আকবরের পোস্টে রাজনৈতিক বিতর্ক, ‍‍`ঐ চেয়ার নির্লজ্জদের জন‍্যই‍‍`

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ০১:২৬ পিএম

আসিফ আকবরের পোস্টে রাজনৈতিক বিতর্ক, ‍‍`ঐ চেয়ার নির্লজ্জদের জন‍্যই‍‍`

ছবি - সংগৃহীত

দেশের প্রখ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের একটি সাম্প্রতিক ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। তার পোস্টে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত‍্যাগ করে না, তারা নির্লজ্জ্ব। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জ্বদের জন‍্যই।’ যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে তার এই মন্তব্যটি এমন সময়ে এসেছে যখন রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

বিশেষ করে, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার পর এ পোস্টটি বেশ তাৎপর্যপূর্ণ। নুরের ওপর এই হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক মহল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

এর আগে আসিফ আকবর বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। এমনকি তার সন্তানকে নিয়েও রাজপথে নেমেছিলেন। ৫ আগস্টের পর গঠিত নতুন সরকারকে তিনি সমর্থনও দিয়েছিলেন, তবে একই সঙ্গে জানিয়েছিলেন তিন মাস পরেই সরকারের সমালোচনা করবেন। তার সাম্প্রতিক পোস্টগুলো থেকে বোঝা যায়, তিনি সেই ভূমিকায়ই রয়েছেন এবং অন্যায় দেখলে প্রতিবাদ জানাতে পিছপা হচ্ছেন না।

আসিফ আকবরের এই পোস্টে তার অনেক অনুরাগী মন্তব্য করে লিখেছেন, তিনি সম্ভবত আইন উপদেষ্টাকে ইঙ্গিত করেই এই মন্তব্য করেছেন। কারণ, এই হামলার প্রতিবাদে অনেকেই ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহও তার পোস্টে মন্তব্য করে আইন উপদেষ্টাকে তার দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান।

বর্তমানে নুরুল হক নুর হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার জ্ঞান ফিরেছে বলে নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা রাজনৈতিক অঙ্গনকে আরও উত্তপ্ত করতে পারে এবং আসিফ আকবরের মতো জনপ্রিয় শিল্পীর এমন সরাসরি মন্তব্য জনসাধারণের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করবে।