সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:১৫ পিএম
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে চলে গেলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রিয়া মারাঠে। মাত্র ৩৮ বছর বয়সে রোববার ভোর ৪টায় মুম্বাইয়ের মীরা রোডের নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মারাঠি এবং হিন্দি—উভয় ভাষার টেলিভিশন দর্শকের কাছে তিনি ছিলেন এক পরিচিত মুখ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
২০০৫ সালে মারাঠি ধারাবাহিক ‘ইয়া সুখানো ইয়া’ দিয়ে প্রিয়ার অভিনয় জীবনের শুরু। এরপর তিনি দীর্ঘকালীন সিরিয়াল ‘চার দিবস সাসুছে’তে কাজ করেন। ২০০৮ সালে চলচ্চিত্র **‘হামনে জিনা শিখ লিয়া’**র মাধ্যমে মারাঠি থেকে বলিউডে পা রাখেন। তবে হিন্দি টেলিভিশনে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান একতা কাপুর প্রযোজিত জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’-তে অভিনয় করে। সেখানে তিনি বর্ষা দেশপান্ডে ও ঝুমরির চরিত্রে নজর কেড়েছিলেন। অভিনয়ের পাশাপাশি, ২০১০ সালে তিনি ‘কমেডি সার্কাস কে সুপারস্টারস’ অনুষ্ঠানে একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবেও অংশ নেন। তার স্বামী শান্তনু মোগেও একজন অভিনেতা।
প্রিয়ার সহ-অভিনেত্রী উষা নাদকার্নি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি শুনেছিলাম ওর ক্যানসার হয়েছে। পরে সে অপারেশন করেছিল এবং কাজেও ফিরেছিল। এত অল্প বয়সে কেউ চলে যায় কেমন করে? ঈশ্বর এত নিষ্ঠুর হতে পারেন?” তিনি আরও জানান, প্রিয়া সব সময় হাসিখুশি থাকতেন এবং সবার সঙ্গে মিশতেন।