মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

কেমন পাত্র চান জানালেন সাদিয়া আয়মান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ১১:১১ পিএম

কেমন পাত্র চান জানালেন সাদিয়া আয়মান

ছবি - সংগৃহীত

ঢালিউডের উঠতি তারকা সাদিয়া আয়মান বর্তমানে দারুণ সফলতার মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা 'উৎসব'-এ তার অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। এই সিনেমার 'ডানা থাকলেই উড়তে হয় না জেসমিন' সংলাপটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনার বিষয়। পাশাপাশি অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তেও তিনি দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন।

'উৎসব' সিনেমায় সাদিয়া আয়মান 'জেসমিন' চরিত্রে অভিনয় করেছেন, যে একজন সহজ-সরল মেয়ে হয়েও তার লক্ষ্য সম্পর্কে সচেতন। সিনেমার গল্পে তার স্বামী খাইষ্টা জাহাঙ্গীরের সঙ্গে তার সম্পর্কের জটিলতা দেখানো হয়েছে, যেখানে স্বামীর চোখে তার প্রতি সমান মর্যাদার অভাব ছিল। যদিও খাইষ্টা জাহাঙ্গীরের মধ্যে একধরনের চাপা ভালোবাসা ছিল, তবুও তা সঠিকভাবে প্রকাশ পায়নি। এই প্রেক্ষাপট থেকেই বোঝা যায়, সাদিয়া আয়মান বাস্তব জীবনে এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে চান না, যিনি তার স্বাধীনতা ও ক্যারিয়ারে বাধা দেবেন।

সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সাদিয়া আয়মানকে প্রশ্ন করা হয়েছিল, যদি বিয়ের পর তার স্বামী তাকে অভিনয় বা পড়াশোনা ছেড়ে শুধু সংসার সামলাতে চাপ দেন, তাহলে তিনি কী করবেন। উত্তরে তিনি বলেন, "প্রথমত, যে আমাকে বিয়ে করবে, সে তো জানবেই আমি কী করি। আর আমার মনে হয় না আমি সে রকম কোনো সুযোগ দেব যে বিয়ের পর হঠাৎ করে কাজ ছেড়ে দিতে বলা হবে।" তিনি আরও জানান, তিনি বোঝাপড়ার ভিত্তিতেই বিয়ে করবেন। তিনি বিশ্বাস করেন, ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে থাকাকালীন তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন এবং তখন তিনি জানবেন কীভাবে সবটা সামলাতে হবে।

সাদিয়া আয়মানের এই ভাবনা যেন 'উৎসব' সিনেমার মূল বার্তাটিরই প্রতিফলন। সিনেমাটি যেন আমাদের সমাজের প্রতি একটি বার্তা দেয় যে, প্রিয়জনের স্বাধীনতা ও নিজস্বতাকে সম্মান জানানো কতটা জরুরি। 'উৎসব' সিনেমায় সাদিয়া আয়মান ছাড়াও আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসানসহ আরও অনেক জনপ্রিয় তারকা।