সেপ্টেম্বর ১, ২০২৫, ১২:১৯ পিএম
জনপ্রিয় অভিনেতা আফরান নিশো বর্তমানে সিনেমা ও সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে ভিকি জাহেদের নতুন সিরিজ ‘আকা’ মুক্তির অপেক্ষায়। এই সিরিজের প্রচারণার অংশ হিসেবে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি তার অভিনয় জীবনের বাইরে ব্যক্তিগত জীবনযাপন সম্পর্কে নানা কথা বলেছেন। নিশো জানান, তিনি রাস্তার পাশে টংদোকানের চা ভীষণ উপভোগ করেন এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য কোনো বাড়তি নিরাপত্তা নেন না।
সাক্ষাৎকারে আফরান নিশো তার পেশাগত জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, প্রায় সাত থেকে আট বছর ধরে তিনি পায়ের একটি চোট বয়ে বেড়াচ্ছেন। রাজধানীর কাউলায় একটি নাটকের শুটিংয়ে এই আঘাত পান। চিকিৎসকের ৩০ দিনের পূর্ণ বিশ্রামের পরামর্শ থাকলেও মাত্র তিন দিন পরই তাকে কাজে ফিরতে হয়। কাজের প্রতি এই দায়বদ্ধতার কারণে অস্ত্রোপচার ছাড়া তার পক্ষে এই চোট থেকে পুরোপুরি সেরে ওঠা সম্ভব হয়নি।
নিজের তারকাখ্যাতির বাইরে নিশো সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে ভালোবাসেন। তিনি বলেন, “রাস্তার পাশের টংদোকানের চা ভীষণ পছন্দ করি।” তিনি প্রায়ই দোকানদারকে গিয়ে কাঁচা চা-পাত্তি আর কনডেন্সড মিল্ক দিয়ে চিনি ছাড়া চা দিতে বলেন। নোংরা কাপ থেকে জ্বর আসার ভয় না করেই তিনি এই চা উপভোগ করেন, কেবল গরম পানি দিয়ে কাপটি ধুয়ে দিতে বলেন। টংদোকানের চা-এর মতোই তিনি পাবলিক বাস ও বাইকেও যাতায়াত করেন। তার মতে, মুখে মাস্ক থাকলেও যতক্ষণ পর্যন্ত কারও চোখের দিকে না তাকান, ততক্ষণ মানুষ তাকে চিনতে পারে না।