রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

ডক্টরেট সম্পন্ন করে নতুন পরিচয় পেলেন অভিনেত্রী মিথিলা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৬, ২০২৫, ১০:৪৭ এএম

ডক্টরেট সম্পন্ন করে নতুন পরিচয় পেলেন অভিনেত্রী মিথিলা

ছবি- সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। তিনি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি সম্পন্ন করেছেন। সোমবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে এই খুশির খবরটি তিনি নিজেই জানিয়েছেন।

মিথিলা তার পোস্টে লেখেন, "অসাধারণ খুশি আর গর্ব নিয়ে জানাচ্ছি— আমি আমার পিএইচডি থিসিস ডিফেন্স সফলভাবে শেষ করেছি! এই মুহূর্তটি আমার পাঁচ বছরের কঠিন ও আবেগঘন একটা যাত্রার শেষ। এই যাত্রা ছিল আনন্দ, কষ্ট আর চ্যালেঞ্জে ভরা।"

তিনি জানান, তার এই দীর্ঘ যাত্রায় চাকরি, অভিনয় এবং পারিবারিক দায়িত্ব একসঙ্গে সামলাতে হয়েছে। এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে ধৈর্যের সীমা এবং চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা।

মিথিলা তার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের সহযোগিতা ছাড়া এই পথচলা অসম্ভব হতো। তিনি গর্বের সঙ্গে ঘোষণা করেন, "আজ থেকে আমি গর্ব করে আমার নামের আগে ড. যোগ করতে পারি—যেটা আমি অনেক কষ্ট করে অর্জন করেছি।"

অভিনয় ও সমাজসেবার পাশাপাশি এখন মিথিলার নতুন পরিচয়— ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা।