মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

দীঘির জায়গায় প্রভা, ‘দেনা পাওনা’য় কেন বারবার বাদ পড়ছেন দীঘি?

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ০৬:৫০ পিএম

দীঘির জায়গায় প্রভা, ‘দেনা পাওনা’য় কেন বারবার বাদ পড়ছেন দীঘি?

ছবি- সংগৃহীত

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিতব্য সরকারি অনুদানের চলচ্চিত্র ‘দেনা পাওনা’ থেকে বাদ পড়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছবিটিতে নিরুপমা চরিত্রে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হলেও শেষ পর্যন্ত তার পরিবর্তে নেওয়া হয়েছে সাদিয়া জাহান প্রভাকে। এই ঘটনা দীঘির ক্যারিয়ারে আরও একবার একই রকম প্রশ্নের জন্ম দিয়েছে।

‘দেনা পাওনা’ থেকে বাদ পড়ার ঘটনা দীঘির জন্য প্রথম নয়। এর আগে তিনি নিজেই দাবি করেছিলেন যে, তাকে ‘সুড়ঙ্গ’ সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল এবং তার পরিবর্তে আফরান নিশোর নায়িকা হন তমা মির্জা। একইভাবে, গত কুরবানির ঈদে মুক্তি পাওয়া ‘টগর’ সিনেমাতেও তার পরিবর্তে পূজা চেরিকে নেওয়া হয়।

এই ধারাবাহিক ঘটনা বিনোদন অঙ্গনে একটি বিতর্ক তৈরি করেছে। ‘টগর’ সিনেমার পরিচালক আলোক হাসান এবং ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিচালক রায়হান রাফি দীঘির বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারিত্বের অভিযোগ তুলেছিলেন।

‘দেনা পাওনা’র পরিচালক সাদেক সিদ্দিকী অবশ্য অন্য পরিচালকদের অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেন, “না, এখানে তেমন কোনো বিষয় নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। দীঘি শুধু কাজের জন্য সময় দিতে পারেননি, এতটুকুই। আমরা ওকে মিস করেছি।”

পরিচালকের এই বক্তব্য থেকে জানা যায়, কাজের সময়সূচির অভাবেই দীঘিকে বাদ দেওয়া হয়েছে। ছবিটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে এবং এতে মামনুন ইমন কলকাতার এক জমিদারপুত্রের চরিত্রে অভিনয় করছেন।