মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

দেব-শুভশ্রীর পাল্টাপাল্টি জবাব, নায়িকার সম্মানহানি চাননি নায়ক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:০২ পিএম

দেব-শুভশ্রীর পাল্টাপাল্টি জবাব, নায়িকার সম্মানহানি চাননি নায়ক

ছবি- সংগৃহীত

দীর্ঘ ১০ বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরেছেন দেব ও শুভশ্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের অভিনীত সিনেমা ‘ধূমকেতু’। সিনেমাটির সাফল্যের পর তাদের ব্যক্তিগত সম্পর্ক ও মন্তব্যের কারণে টলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এক পডকাস্টে দেবের একটি মন্তব্যের প্রেক্ষিতে শুভশ্রী বিরক্তি প্রকাশ করলে, এবার সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন দেব।

‘ধূমকেতু’র প্রযোজনা সংক্রান্ত এক প্রশ্নে দেব বলেছিলেন, শুভশ্রী যদি এখনকার চরিত্রের জন্য যথাযথ না হতেন, তবে তাকে অন্য কোনো পার্শ্বচরিত্রে নেওয়া হতো। এই মন্তব্যের প্রেক্ষিতে শুভশ্রী বলেন, “২০২৫ সালে দাঁড়িয়ে একজন সংবেদনশীল মানুষ কীভাবে এমন অসম্মানজনক মন্তব্য করে, আমার জানা নেই।”

শুভশ্রীর এমন মন্তব্যের পর দেব বলেন, “যত বেশি ভালোবাসা, তত বেশি অভিমান থাকে।” তিনি শুভশ্রীর মন্তব্যকে ভালোবাসা থেকেই করা হয়েছে বলে মনে করেন। তিনি আরও স্পষ্ট করে জানান, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বোঝাতে চেয়েছিলেন, ১০ বছর আগের তাদের সারল্য এখন আর নেই, যা একটি নির্দিষ্ট চরিত্রের জন্য প্রয়োজন। তিনি কখনোই বলেননি যে, মা হওয়ার কারণে তার সারল্য চলে গেছে।

দেব জোর দিয়ে বলেন, তিনি সবসময় শুভশ্রীর সম্মান রক্ষা করতে চান। তিনি জানান, পুরো সিনেমার প্রচারে তিনি শুভশ্রীর প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েছেন। তিনি বলেন, “আমার টিম যখন আমার জন্য গান বানিয়েছিল, আমি বলেছিলাম তার জন্যও বানানো উচিত। কারণ সে সুপারস্টার। তার জন্য গান বানিয়ে সেটা তাকে নিবেদন করেছিলাম। এটা কি সম্মান নয়?”

তিনি আরও বলেন, তিনি যদি এখন কিছু বলেন, তাহলে শুভশ্রীর খারাপ হবে। “ওর হারানোর অনেক কিছু আছে,” উল্লেখ করে দেব জানান, তিনি সবসময় তার সম্মান রক্ষা করবেন। তিনি শুভশ্রীকে সর্বদা একজন সুপারস্টার হিসেবেই দেখেন।