সেপ্টেম্বর ১, ২০২৫, ১২:১৯ পিএম
বলিউড সুপারস্টার সালমান খান মুসলমান হয়েও কেন প্রতি বছর গণেশপূজা করেন, তা নিয়ে তার অনুরাগীদের মধ্যে প্রায়ই কৌতূহল দেখা যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান খানের বাড়ির গণেশপূজার ছবি ছড়িয়ে পড়লে আবারও এই প্রশ্ন সামনে আসে। এবার সালমান খানের বাবা সেলিম খান জানালেন, তাদের পরিবারে গণেশপূজা উদযাপনের পেছনের আসল কারণ।
সেলিম খান জানান, তাদের বাড়ির প্রধান ফটকের কাছেই একটি গণেশ মূর্তি স্থাপন করা আছে, যা গত ১৫ বছর ধরে সেখানে রয়েছে। অনেকেই মনে করেন, হিন্দু পরিবারের মেয়ে সুশীলা চরককে (বর্তমানে সালমা খান) বিয়ে করার পর থেকেই তাদের বাড়িতে গণেশপূজার প্রচলন শুরু হয়। কিন্তু সেলিম খান এই ধারণা ভুল প্রমাণ করে বলেন, তাদের পরিবারে তার বিয়ের অনেক আগে থেকেই গণেশপূজা হয়ে আসছে।
সেলিম খান জানান, তার বাবার আমল থেকেই এই ঐতিহ্য চলে আসছে। তারা ইন্দোরের একটি হিন্দু অধ্যুষিত এলাকায় থাকতেন, যেখানে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। উভয় ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করতেন এবং একে অপরের বাড়িতে খাবারও আদান-প্রদান করতেন। সেলিম খানের কথায়, ‘হিন্দু-মুসলিমের কোনো ব্যাপারই ছিল না। আমরা সকলে বন্ধু ছিলাম। আমি বরাবরই হিন্দুদের মধ্যে বড় হয়েছি। তাই বিয়ের পরেই গণেশপূজা করছি, এমনটা নয়।’ তিনি আরও জানান, তার ভিন্নধর্মে বিয়ে নিয়ে নিজের পরিবার বা তার স্ত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না, শুধু তার স্ত্রীর পরিবারের একজন দূর সম্পর্কের আত্মীয় সামান্য আপত্তি তুলেছিলেন।
সেলিম খান তার শৈশবের কথা স্মরণ করে বলেন, তার প্রায় সব বন্ধুই হিন্দু ছিলেন। স্কুলে মাত্র তিনজন মুসলিম সহপাঠী ছিলেন, কিন্তু তার বন্ধুত্ব হয়েছিল হিন্দু সহপাঠীদের সঙ্গেই। হিন্দু আবহে বড় হওয়ার কারণে তিনি নিজেও সাতপাক ঘুরে বিয়ে করেছিলেন। সেলিম খান মনে করেন, তার এই মানসিকতা তার পুত্র সালমান খানের মধ্যেও বিদ্যমান।