সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:১০ পিএম
বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
ফরিদা পারভীন মূলত দেশাত্মবোধক গান ও লোকসংগীতের জন্য বিখ্যাত ছিলেন। তার গাওয়া অসংখ্য গান বাংলাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে চিরস্থায়ী আসন গেড়েছে। তার মৃত্যুতে দেশের সংগীত অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।