শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

ফের এয়ার ইন্ডিয়া, ওড়ার ১৮ মিনিট পর ফিরে এলো উড়োজাহাজ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৫, ০৭:৩৯ পিএম

ফের এয়ার ইন্ডিয়া, ওড়ার ১৮ মিনিট পর ফিরে এলো উড়োজাহাজ

ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার বিভিন্ন উড়োজাহাজে একের পর এক বিপত্তির ঘটনা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। গত ১২ জুন আহমদাবাদে একটি বিমান দুর্ঘটনার পর থেকেই এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক উড়ান বাতিল, যান্ত্রিক ত্রুটি এবং উড়ন্ত বিমানে আগুন লাগার মতো ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে, আরও একটি বিমানে বিপত্তির খবর বিমান সংস্থাটির ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

আবার এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে ওড়ার মাত্র ১৮ মিনিট পর মুম্বইগামী একটি বিমানকে ফের জয়পুরে ফিরে আসতে হয়েছে। ঠিক কী কারণে বিমানটিকে ফিরিয়ে আনা হলো, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।



 

শুক্রবার (২৫ জুলাই) ঘটেছে এই ঘটনা। আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট 'ফ্লাইটরাডার'-এর তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি বিমান জয়পুর থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়াল দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিমানটি আবার মূল বিমানবন্দরে ফিরে আসে। ওয়েবসাইটে দেখা যায়, সংশ্লিষ্ট ওই বিমানের পাশে 'জয়পুরে ডাইভার্টেড' লেখা রয়েছে।

বিমান সংস্থার তরফে শুক্রবার বিকেল পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। সে কারণেই চালক যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বিমানটি জয়পুরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
 

গত প্রায় দেড় মাসে এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকটি বিমানে বিপত্তি দেখা গেছে। গত সোমবার এয়ার ইন্ডিয়ার এআই ২৪০৩ বিমানের যাত্রা বাতিল করা হয়েছিল। সেদিন বিকেলে দিল্লি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে রানওয়েতে থাকা অবস্থায়ই পাইলট ব্রেক কষে যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন।
 

এর পর দিন মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার এআই ৩১৫ নম্বর ফ্লাইটটি হংকং থেকে দিল্লিতে অবতরণ করে। তার কিছু ক্ষণ পরেই বিমানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন লেগে যায়। তবে প্রযুক্তিগত কারণে সেই আগুন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। যখন তাতে আগুন লাগে, তখন যাত্রীরা বিমান থেকে নামছিলেন।

পর পর এ ধরনের ঘটনায় এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।