শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

নিউ হ্যাম্পশায়ারে অবৈধ ভোটদানের অভিযোগে অভিবাসী গ্রেফতার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ১২:০৭ পিএম

নিউ হ্যাম্পশায়ারে অবৈধ ভোটদানের অভিযোগে অভিবাসী গ্রেফতার

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা, বিশেষ করে ভোটদানের প্রক্রিয়া নিয়ে প্রায়শই নানা আলোচনা ও বিতর্ক হয়। ভোট জালিয়াতি বা অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগ মাঝে মাঝে সামনে আসে। সম্প্রতি, নিউ হ্যাম্পশায়ারে এমন একটি ঘটনায় একজন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে, যা রাজনৈতিক ও অভিবাসন-সংক্রান্ত বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এই ঘটনাটি দেশের নির্বাচনী সততা এবং আইন প্রয়োগের গুরুত্ব তুলে ধরে।

অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে একজন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ও চূড়ান্ত পর্বসহ একাধিক নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার।
 

 

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম নাসিফ ব্রায়ান। নিউ হ্যাম্পশায়ার ডিপার্টমেন্ট অব জাস্টিস এক বিবৃতিতে জানিয়েছে, ম্যানচেস্টারে বসবাসকারী ব্রায়ানের বিরুদ্ধে তিনটি 'ভুল ভোটদানের' অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারীদের দাবি, ব্রায়ান ২০২৩ সালে ম্যানচেস্টারের স্থানীয় নির্বাচনে এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট প্রাইমারি ও সাধারণ নির্বাচনে ইচ্ছাকৃতভাবে অবৈধভাবে ভোট দিয়েছেন। দোষী সাব্যস্ত হলে তাকে তিন বছর ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত জেল হতে পারে। পাশাপাশি চার হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

আগামী মাসে ব্রায়ানকে ম্যানচেস্টারের নবম সার্কিট কোর্টে হাজির করা হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম এনএইচপিআর জানায়, ব্রায়ান ৩৪ বছর বয়সী একজন জ্যামাইকান অভিবাসী, যিনি যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী)। তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা দায়েরের ইতিহাস রয়েছে। এই ঘটনাটি নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইনের কঠোরতা এবং ভোটদানের প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।