জুলাই ২৫, ২০২৫, ০৭:৪৬ পিএম
বাংলা ভাষার ওপর চলমান 'সন্ত্রাস' নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, "যে করেই হোক, মাতৃভাষাকে রক্ষা করতেই হবে।" প্রয়োজনে আবারও ভাষা আন্দোলন হবে বলেও তিনি জানান।
কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৪ জুলাই) এসব কথা বলেন মমতা। এ সময় তিনি ভাষা, সংস্কৃতি এবং বাংলা চলচ্চিত্রের অবমাননার বিরুদ্ধে সরব হন।
মমতা বলেন, "উত্তমকুমার আমাদের গর্ব, সংস্কৃতির প্রতীক। তাকে স্মরণ করতে গিয়েই আজ বলতে হচ্ছে— বাংলা ভাষার ওপর এখন সন্ত্রাস চলছে। মাতৃভাষায় কথা বললেই যেন অপরাধী হতে হয়। কোথাও কোথাও বাংলায় কথা বলার কারণে জেলে যেতে হচ্ছে, কেউ কেউ দেশান্তরিত হচ্ছেন। এটা চলতে পারে না।"
বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরে মমতা বলেন, "সারা বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ বাংলায় কথা বলেন। সংখ্যার বিচারে এটি বিশ্বের পঞ্চম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ভাষা। অথচ সেই ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে লড়তে হচ্ছে।"
বাংলা ভাষা ও সংস্কৃতিকে ঘিরে বঞ্চনার রাজনীতির অভিযোগ তুলে মমতা বলেন, "বাংলা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের জন্ম দিয়েছে। এখান থেকেই জাতীয় সংগীত রচিত হয়েছে। বাংলা নবজাগরণের পথ দেখিয়েছে। এই বাংলার উন্নয়ন দেখে অনেকে আজ ভয় পাচ্ছেন। তাই বারবার বঞ্চনার শিকার হতে হচ্ছে।"
অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র ও গানের শিল্পীদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, "সব ভাষার প্রতি শ্রদ্ধা থাক, কিন্তু বাংলায় যারা গান করেন, সিনেমা করেন, তাদের প্রাপ্য সম্মানটুকু দিন। বাংলা ভাষাকে ছোট করবেন না।"
শেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "বাংলায় কথা বলার জন্য যদি বাংলার মানুষকে বাইরে গিয়ে গ্রেপ্তার হতে হয়, তাহলে এই লড়াই দিল্লিতে গড়াবে। প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে।"
আপনার মতামত লিখুন: