মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

গাজায় একদিনে ইসরাইলি হামলায় নিহত আরও ৫২

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:০২ এএম

গাজায় একদিনে ইসরাইলি হামলায় নিহত আরও ৫২

ছবি - সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা তীব্র হয়েছে। এক দিনে আরও ৫২ জন নিহত হয়েছেন। একই সময়ে খাদ্য ও মানবিক সহায়তা সংকটের কারণে আরও দুই শিশুসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার বাসিন্দাদের 'এখনই চলে যেতে' হুমকি দিয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক প্রধান ভলকার তুর্ক ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক মানুষকে 'গণহত্যা' এবং মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার অভিযোগ এনেছেন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত রোববার থেকে ইসরায়েলি হামলায় ৫০টিরও বেশি ভবন ধ্বংস হয়েছে। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বাস্তুচ্যুত পরিবারের শিবিরসংলগ্ন আবাসিক ভবনগুলোতে আঘাত হানছে, যার ফলে গত ২৪ ঘণ্টায় ২০০টিরও বেশি তাঁবু ধ্বংস হয়েছে।

স্থানীয় হাসপাতালগুলো নিশ্চিত করেছে যে সোমবার একদিনেই অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩২ জন গাজা শহরের।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য ও অপুষ্টিতে ছয়জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুজন শিশু। ইসরায়েল নিয়মিতভাবে সাহায্য সরবরাহ বাধাগ্রস্ত করায় এই মানবিক সংকট তৈরি হয়েছে।

এছাড়া, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক ওসামা বালউশাও রয়েছেন।