সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:০৩ এএম
পাকিস্তানের নৌবাহিনী এবং চীনের যৌথ অনুসন্ধানে আরব সাগরের তলদেশে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুতের সন্ধান পাওয়া গেছে। নৌবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ আমিন বেগ সম্প্রতি এই তথ্য জানিয়েছেন।
পাকিস্তানের নৌবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত জিও নিউজের এক বিশেষ টক শো-তে ফাওয়াদ আমিন বেগ বলেন, "আমাদের জলসীমার তলদেশে গ্যাসের বিশাল মজুতের সন্ধান পাওয়া গেছে। এই আবিষ্কার প্রমাণ করে যে আমাদের জলসীমা সামুদ্রিক সম্পদের পাশাপাশি খনিজ সম্পদেও সমৃদ্ধ। এই সম্পদ কাজে লাগাতে পারলে পাকিস্তানের অর্থনীতির চেহারা বদলে যাবে।"
তবে সাগরের গভীরে ঠিক কী পরিমাণ গ্যাস সঞ্চিত আছে, তা এখনও জানা যায়নি। রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ বলেন, এর জন্য আরও বিস্তৃত অনুসন্ধান এবং বিনিয়োগকারী প্রয়োজন। তিনি জানান, পাকিস্তানের রাষ্ট্রীয় বিনিয়োগকারী সংস্থা স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (SIFC) ইতিমধ্যেই এ ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।
উল্লেখ্য, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর ৭৭ বছরেও পাকিস্তানে খনিজ সম্পদের ব্যাপক ও বিস্তৃত অনুসন্ধান হয়নি। গত বছর বেইজিং এক্ষেত্রে সহায়তার প্রস্তাব দিলে ইসলামাবাদ তা গ্রহণ করে। এরপর থেকে চীন ও পাকিস্তান যৌথভাবে খনিজ সম্পদের অনুসন্ধান করছে।