রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

চীনের বাওডিংয়ে রেকর্ড বৃষ্টিপাত, সরিয়ে নেওয়া হলো ১৯ হাজার বাসিন্দাকে

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ১২:১৯ পিএম

চীনের বাওডিংয়ে রেকর্ড বৃষ্টিপাত, সরিয়ে নেওয়া হলো ১৯ হাজার বাসিন্দাকে

ছবি- সংগৃহীত

সাম্প্রতিক বছরগুলোতে উত্তর চীনে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত দেখা যাচ্ছে, যা ঘনবসতিপূর্ণ শহরগুলোকে বন্যার ঝুঁকিতে ফেলছে। এই অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন কিছু বিজ্ঞানী। এরই ধারাবাহিকতায় চীনের রাজধানী বেইজিংয়ের কাছের শিল্পনগরী বাওডিংয়ে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে এবং কর্তৃপক্ষকে ব্যাপক সংখ্যক মানুষকে সরিয়ে নিতে বাধ্য করেছে।




 

চীনের রাজধানী বেইজিংয়ের নিকটবর্তী শিল্পনগরী বাওডিংয়ে প্রবল বৃষ্টিপাত ও বন্যার কারণে ১৯ হাজারেরও বেশি বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই বৃষ্টিপাত স্থানীয় আবহাওয়ার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার ভোর থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার মধ্যে বাওডিংয়ের পশ্চিমাঞ্চলের ইয়েতে ৪৪৭.৪ মিমি (১৭.৬ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি হেবেই প্রদেশের বেশ কয়েকটি আবহাওয়া কেন্দ্রে নতুন রেকর্ড তৈরি করেছে। সরকারি রেকর্ড অনুযায়ী, বাওডিংয়ের বার্ষিক গড় বৃষ্টিপাত ৫০০ মিমি-এর সামান্য বেশি।

চীনের আবহাওয়া প্রশাসন (সিএমএ) তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, মোট ১৯ হাজার ৪৫৩ জনকে, যা ৬,১৭১টি পরিবারের সদস্য, নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাদের কোথায় স্থানান্তরিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। আবহাওয়া অফিসের পক্ষ থেকে শেয়ার করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, বৃষ্টির কারণে জলমগ্ন রাস্তায় নিয়ন রেইন জ্যাকেট পরা দুজন পুলিশ সদস্য পরিস্থিতি সামলাচ্ছেন।

আবহাওয়া অফিস এই বৃষ্টিপাতের পরিমাণকে ২০২৩ সালে একটি শক্তিশালী টাইফুনের ফলে সৃষ্ট অস্বাভাবিক বৃষ্টিপাতের সঙ্গে তুলনা করেছে। দুই বছর আগে সেই টাইফুনের কারণে বাওডিংয়ের ঝুওঝো ভয়াবহ বন্যার শিকার হয়েছিল। এবারও শুক্রবার সকাল পর্যন্ত সেখানে ১৯০ মিমি-এর বেশি বৃষ্টিপাতের পর বেশ কয়েকটি সেতু এবং রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, চীনের সাধারণত শুষ্ক উত্তরের এই অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণ হলো বৈশ্বিক উষ্ণায়ন। সিএমএ-এর ২০২৪ সালের জলবায়ু বুলেটিনের তথ্য অনুযায়ী, গত বছর হেবেই প্রদেশে বার্ষিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৬৪০.৩ মিমি, যা তার দশকের গড় থেকে ২৬.৬% বেশি। ২০২০ সাল থেকে হেবেই ধারাবাহিকভাবে বার্ষিক গড় বৃষ্টিপাত রেকর্ড করে আসছে।