আগস্ট ৩১, ২০২৫, ০৯:৫৫ এএম
সাম্প্রতিক ইসরাইলি হামলায় ইয়েমেনি প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাবি এবং তার কয়েকজন সহযোগী নিহত হওয়ার পর ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় এমন হুথি সরকারের সর্বোচ্চ রাজনৈতিক কাউন্সিল এই পদে মোহাম্মদ মেফতাহকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। শনিবার (৩০ আগস্ট) ইরানের সংবাদ সংস্থা মেহের এবং আল-মাসিরাহ টিভি নেটওয়ার্কের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত এক ডিক্রি জারি করে প্রথম উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ মোহাম্মদ মেফতাহকে এই দায়িত্ব দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাজধানী সানায় একটি কর্মশালায় অংশ নেওয়ার সময় ইসরাইলি বিমান হামলায় প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি নিহত হন। এই হামলায় আরও কয়েকজন মন্ত্রীও প্রাণ হারান বলে হুথিরা নিশ্চিত করেছে।
ইসরাইল ও হুথিদের মধ্যে চলমান সংঘাতের মধ্যে এই হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরাইলি এবং পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছিল। এরই জবাবে ইসরাইল সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনে দফায় দফায় হামলা চালাচ্ছে। ইসরাইল নিশ্চিত করেছে যে, তারা সানার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।