সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

৭ দিনেই মোমের মতো মসৃণ ত্বক, কীভাবে বানাবেন বডি বাটার?

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ০৯:৫১ এএম

৭ দিনেই মোমের মতো মসৃণ ত্বক, কীভাবে বানাবেন বডি বাটার?

ছবি- সংগৃহীত

গরম বা শুষ্ক আবহাওয়ায় ত্বকের রুক্ষতা আমাদের অনেকের জন্যই একটি বড় সমস্যা। এই সমস্যা সমাধানে নিয়মিত বডি বাটার ব্যবহার করা অত্যন্ত কার্যকরী। তবে বাজারের দামি পণ্য ব্যবহার না করে গুটিকয়েক উপাদান দিয়ে বাড়িতেই তৈরি করা যায় কার্যকরী বডি বাটার। এই সহজ রেসিপি অনুসরণ করে মাত্র সাত দিনেই আপনার ত্বক হবে মোমের মতো মসৃণ ও কোমল।



 যাতে এটি জমে যায়। ৩. জমে যাওয়া মিশ্রণটিতে এক চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে ব্লেন্ড করে নিন, অথবা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন যতক্ষণ না এটি ক্রিমের মতো মসৃণ হচ্ছে। ৪. এই বডি বাটারটি একটি কাচের জারে ভরে রাখুন। প্রতিদিন গোসলের আগে বা রাতে ত্বকে ভালো করে মালিশ করুন। এটি ত্বককে নরম করবে এবং ব্রণ ও ফুস্কুড়ির সমস্যা দূর করতে সাহায্য করবে।

. আধ কাপ শিয়া বাটার, আধ কাপ কোকো বাটার, আধ কাপ নারিকেল তেল এবং আধ কাপ আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। ২. একটি পাত্রে হালকা আঁচে তেলের মিশ্রণটি গরম করুন। তেল গলে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। ৩. ঠান্ডা হওয়ার পর মিশ্রণটি সারারাত ফ্রিজে রেখে দিন। ৪. জমে যাওয়া মিশ্রণটিতে এক চামচ ভিটামিন ই তেল এবং ২০-৩০ ফোঁটা ল্যাভেন্ডার বা রোজমেরি অয়েল মিশিয়ে নিন। ৫. এবার ভালো করে ব্লেন্ড করে ক্রিম তৈরি করুন। এটি একটি কাচের জারে ভরে প্রতিদিন সকালে বা রাতে ব্যবহার করুন।

এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি বডি বাটার ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।