জুলাই ২৩, ২০২৫, ০১:৪৮ পিএম
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত অবস্থায় বিমান বাহিনীর পাইলটকে প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসিরউদ্দিনের অফিস কক্ষ থেকে উদ্ধার করা হয়েছিল। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন।
নাসিরউদ্দিন বলেন, "দুর্ঘটনার পর আমি আমার অফিস কক্ষে ঢুকে দেখি ডেস্কটা পুরো দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। উপরে দেখতে পাই প্যারাসুট। তখন গুঞ্জন আসলো প্যারাসুট থাকলে মানুষ আসতে পারে।"
তিনি আরও জানান, "বিমান বাহিনীর লোকরা সার্চ করে দেখে আমার ঘরের এক কোনায় পড়েছিল পাইলট। টিনের চাল ভেঙে আমার ঘরের মধ্যেই পড়েছিল পাইলট। সেখান থেকেই উদ্ধার করা হয়েছে পাইলটকে।"
আপনার মতামত লিখুন: