আগস্ট ১৮, ২০২৫, ১০:২৫ এএম
দেশের ৭টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার—এই ৭টি জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই সতর্কতার কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর অর্থ হলো, নদীপথে চলাচলকারী নৌকা ও লঞ্চগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং অপ্রয়োজনে নৌপথে যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাসও দেওয়া হয়েছে। এতে বলা হয়, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আগামী কয়েক দিন সারা দেশে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার এই পূর্বাভাস জনজীবনে বিশেষত কৃষিখাতে এবং নদীপথে যাতায়াতে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।