মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

তফসিলের পর আসছে জামায়াতসহ ৮ ইসলামি দলের জোট

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ১১:৪৩ এএম

তফসিলের পর আসছে জামায়াতসহ ৮ ইসলামি দলের জোট

ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর জামায়াতসহ আটটি ইসলামী দল নিয়ে একটি নতুন জোট গঠিত হতে যাচ্ছে। এই জোটের মূল উদ্দেশ্য হলো ভোটের মাঠে বিএনপির একটি শক্ত প্রতিপক্ষ হিসেবে নিজেদের অবস্থান তৈরি করা। আপাতত তারা ঐক্যবদ্ধভাবে ‘জুলাই সনদ’ এবং নির্বাচনের জন্য একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রতিষ্ঠার দিকে নজর রাখছে।

আদর্শগত ভিন্নতা থাকা সত্ত্বেও ফ্যাসিবাদবিরোধী লড়াই এই ইসলামী দলগুলোকে এক করেছে। তফসিল ঘোষণার পর এই জোটের কার্যক্রম দৃশ্যমান হবে। এই আটটি ইসলামী দল হলো: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন।

এই জোটের নেতারা জানিয়েছেন, তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি এবং গণঅধিকার পরিষদেরও আলোচনা চলছে। এই দলগুলোর মূল দাবি হলো ‘জুলাই সনদের’ আইনি ভিত্তি দিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা।

বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন না করার পক্ষে এই দলগুলো একাট্টা। তাদের দাবি, জুলাই সনদের শর্ত অনুযায়ী নির্বাচন না হলে তাতে অংশ নিয়ে কোনো লাভ হবে না। এ বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ফ্যাসিবাদ আমলের সেই প্রক্রিয়ায় নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। এ কারণে জুলাই সনদের ভিত্তিতে যা সিদ্ধান্ত হচ্ছে তার আইনি ভিত্তি দিয়ে এই সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।”

ইসলামী দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আগের মতো প্রহসনের একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না’—এই বিষয়ে তারা কঠোর অবস্থানে আছেন। এই নতুন জোটের মাধ্যমে নব্বইয়ের পর এই প্রথম দ্বিদলীয় বৃত্তের বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে একটি ভিন্ন ধারা তৈরির চেষ্টা চলছে।