বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

কোন দলের সঙ্গে কখন বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ইউনূস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ০২:৫৭ পিএম

কোন দলের সঙ্গে কখন বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ইউনূস

ছবি- সংগৃহীত

বর্তমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আজ রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই বৈঠকগুলোতে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকগুলো অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য়।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারি প্রেস সচিব ফয়েজ আহমেদ জানান, আজ তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সময়সূচি নির্ধারিত হয়েছে। প্রথম বৈঠকটি বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে জামায়াতে ইসলামীর সঙ্গে। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সবশেষে রাত ৭টা ৩০ মিনিটে বিএনপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির বৈঠকটি প্রথমে বিকেল ৩টায় নির্ধারিত ছিল। তবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বনির্ধারিত আলোচনা সভা থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় পরিবর্তনের অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতেই বিএনপির বৈঠকের সময় পুনর্নির্ধারণ করা হয়।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এই উত্তপ্ত পরিস্থিতিতেই প্রধান উপদেষ্টার এই বৈঠকগুলোর আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের এক সভায় নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। প্রতিনিধি দলে থাকবেন মিয়া গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ। অপরদিকে, এনসিপির পক্ষে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বৈঠকে উপস্থিত থাকবেন।