মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নুরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে: রাশেদ খান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ১১:৫০ এএম

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নুরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে: রাশেদ খান

ছবি- সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নিরাপত্তা এবং উন্নত চিকিৎসার বিষয়ে শঙ্কা প্রকাশ করে তাকে দ্রুত বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন যে, নুরের দুই চোখ ও নাকের হাড়ে আঘাত লেগেছে, যা অত্যন্ত সংবেদনশীল স্থান। তিনি বলেন, “উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে পরবর্তীতে স্থায়ী ড্যামেজের সম্ভাবনা (আশঙ্কা) থাকবে। উন্নত চিকিৎসা ছাড়া বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে।” তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখলেও, বর্তমান পরিস্থিতিতে নুরের চিকিৎসায় নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরেন। রাশেদ খানের মতে, এই হামলার পেছনে কোনো বড় ধরনের পরিকল্পনা না থাকলে মাথায় ও মুখে আঘাত করা হতো না।