মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
ব্রেকিং নিউজ

ডাকসু নির্বাচন হাইকোর্টের আদেশে স্থগিত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৪:২৩ পিএম

ডাকসু নির্বাচন হাইকোর্টের আদেশে স্থগিত

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এর ফলে ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

বামজোট মনোনীত প্যানেলের একজন প্রার্থীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ আসে। রিটটি করেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন।

স্থগিতাদেশ আসার আগে নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। গত ২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, ডাকসুর বিভিন্ন পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী ছিলেন। এছাড়া সদস্য পদে সবচেয়ে বেশি ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।