আগস্ট ৩১, ২০২৫, ১০:১৭ এএম
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ রোববার (৩১ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এসময়ে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।
গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেটের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বৃষ্টির কারণে জনজীবনে কিছুটা স্বস্তি এলেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস থাকায় আর্দ্রতা বেড়ে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে। আবহাওয়াবিদদের মতে, এই সময়ে হঠাৎ করে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই বৃষ্টির সময় খোলা জায়গা বা উঁচু স্থান এড়িয়ে চলা উচিত।