আগস্ট ৩১, ২০২৫, ০৫:১৬ পিএম
এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নতুন তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
নতুন হালনাগাদ করা সম্পূরক তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন। এর আগে গত মার্চ মাসে ইসির প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ২১ লাখের কিছু বেশি। ইসি সচিব আরও জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর বয়স পূর্ণ করবে, তাদের নিয়ে আরেকটি নতুন তালিকা তৈরি করা হবে। এই হালনাগাদের মাধ্যমে নতুন অনেক ভোটার যুক্ত হয়েছেন, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ।