জুলাই ২২, ২০২৫, ০৩:১৫ পিএম
রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনা এবং এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণে অব্যবস্থাপনার প্রতিবাদে আজ মঙ্গলবার (২২ জুলাই, ২০২৫) বেলা ২টার দিকে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে। পুলিশের বাঁধা উপেক্ষা করেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই কর্মসূচি সফল করেছে।
ঘেরাও কর্মসূচির আগে, দুপুর ১২টার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে, যার ফলে ওই এলাকায় যানচলাচল সীমিত হয়ে পড়ে। আজকের এই বিক্ষোভে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ এবং বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।
বিক্ষোভে অংশগ্রহণকারী ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের দুজনের পদত্যাগ চাই। তারা শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না। শিক্ষার্থীদের নিয়ে তাদের কোনো চিন্তা নেই। এত বড় একটা ঘটনা ঘটার পরেও গতকাল রাত দুইটা পর্যন্ত আমাদের এইচএসসি শিক্ষার্থীদের অপেক্ষা করিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এটা কেমন দায়িত্বজ্ঞানহীন কাজ? আমাদের জীবন নিয়ে তারা তামাশা করছে আবার পরীক্ষা নিয়েও তামাশা করেছে। তারা তো এসির মধ্যে বসে অফিস করে। তাদের বোঝা উচিত এইচএসসি পরীক্ষা আমাদের জীবনের সাথে জড়িত।"
শিক্ষার্থীদের এই তীব্র ক্ষোভ, বিমান দুর্ঘটনায় প্রাণহানি, এবং পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে বিলম্ব ও অস্পষ্টতার সম্মিলিত ফল। আজকের এই ঘেরাও কর্মসূচি প্রমাণ করে যে, শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা এবং দায়বদ্ধতার অভাবের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছে। এই পরিস্থিতি সরকারের ওপর চাপ বাড়াবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করবে বলে ধারণা করা হচ্ছে।