আগস্ট ২৩, ২০২৫, ০৩:৫৩ পিএম
শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করা তাদের ওপর জুলুম বা অন্যায় বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে 'ইনসাফ ফাউন্ডেশন'-এর আত্মপ্রকাশমূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা আবদুল মালেক বলেন, "আমি বললে হয়তো আপনাদের কাছে তাজ্জব লাগতে পারে। ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয়, এটা ছাত্রদের ওপর জুলুম। কলেজ, ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা, এটা তাদের সাথে অন্যায়।" তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলেরই ছাত্র সংগঠন রয়েছে, এমনকি ইসলামি দলগুলোও শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করছে, যা তাদের ওপর এক ধরনের জুলুম।
সেমিনারে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষের অধিকার, মর্যাদা ও সম্মান রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান।
সেমিনারটিতে 'নারীর অধিকার ও মর্যাদা; বর্তমান বাস্তবতা: আমাদের করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইনসাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা আবুল বাশার। তার প্রবন্ধে তিনি সমাজে নারীদের আর্থিক ও শারীরিক সহিংসতার শিকার হওয়ার বিষয়গুলো তুলে ধরে ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও, সেমিনারে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগীয় প্রধান ড. এবিএম হিজবুল্লাহ বিয়েকে উৎসাহিত করতে এবং তালাক ও পরকীয়া কমাতে গণসচেতনতা তৈরির ওপর জোর দেন। অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, নারীবাদের নামে পশ্চিমা ব্যবস্থা আসার পর পৃথিবীতে সর্বোচ্চ পরিমাণ নারী নির্যাতনের শিকার হয়েছে। পুলিশের অবসরপ্রাপ্ত এডিআইজি নাজিবুর রহমান বলেন, ন্যায্যতা প্রতিষ্ঠায় পুলিশ প্রশাসন সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে। বুয়েটের প্রফেসর ড. লুতফুল কবীর চলমান ঘটনাগুলোকে গুরুত্বের সাথে নেওয়া এবং ব্যক্তিগত কাউন্সেলিংয়ের ওপর জোর দেন।