বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হবে না: খেলাফত মজলিস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৭:০৭ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হবে না: খেলাফত মজলিস

ছবি - সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা সতর্ক করে বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের সামনে পাঁচ দফা দাবিতে আয়োজিত এক সমাবেশ ও মিছিলে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এই কথা বলেন।

তিনি অভিযোগ করেন, এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই সনদ তৈরি করা হলেও এখনো এটিকে আইনি ভিত্তি দেওয়া হয়নি। তিনি বলেন, “জুলাই সনদ নিয়ে নানা ধরনের টালবাহানা ও শয়তানি চলছে, যা জনগণ মেনে নেবে না।”

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “ক্ষমতায় গিয়ে কথা না রাখার বহু ইতিহাস রয়েছে। তাই আমরা মনে করি, অধ্যাদেশ জারির মাধ্যমে কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হতে পারে।” তার মতে, আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এবং স্বৈরাচার তৈরির পথ রুখতে জুলাই সনদ অপরিহার্য। তিনি আরও বলেন, যতক্ষণ এটি বাস্তবায়িত না হবে, ততক্ষণ তারা মাঠ ছাড়বেন না।

সমাবেশে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা বলেন, "স্বৈরাচার পতনের পর অধ্যাপক ইউনূসের কাছ থেকে যে প্রত্যাশা ছিল, তা পূরণ করতে তিনি ব্যর্থ হয়েছেন।" তিনি অভিযোগ করেন যে একটি বড় রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিরোধিতা করছে, যারা নিজেরাও স্বৈরাচারী হতে চায়।

এছাড়াও, সমাবেশে বক্তারা জাতীয় পার্টি এবং ১৪ দলকে নিষিদ্ধ করার দাবি জানান এবং গণহত্যার বিচার দৃশ্যমান করতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। তারা উচ্চকক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন চান এবং বলেন, পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।