বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

খেলাফত মজলিসের দাবি: বিচার, সংস্কার ও নির্বাচনই সরকারের ম্যান্ডেট

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৬:১৫ পিএম

খেলাফত মজলিসের দাবি: বিচার, সংস্কার ও নির্বাচনই সরকারের ম্যান্ডেট

ছবি - সংগৃহীত

খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবুল কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি প্রধান ম্যান্ডেট বা দায়িত্ব রয়েছে: বিচার, সংস্কার এবং নির্বাচন। তিনি বলেন, জুলাই সনদ ঘোষণার ছয় মাস পেরিয়ে গেলেও এই ম্যান্ডেটগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবুল কাদের বলেন, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তবে সংস্কারের বিষয়ে এখনো কোনো কার্যকর পদ্ধতি ঘোষণা করা হয়নি। তিনি জোর দিয়ে বলেন, এই সরকারের আমলেই জুলাই সনদকে গণভোটের মাধ্যমে সংবিধানে সংযুক্ত করতে হবে, যাতে ভবিষ্যতের সরকার এই সনদের ভিত্তিতে পরিচালিত হতে পারে।

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, তারা কোনো গতানুগতিক নির্বাচন চান না, বরং এমন একটি নির্বাচন চান যেখানে সাধারণ মানুষ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারে। তিনি আরও বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং 'ফ্যাসিবাদীদের' নির্বাচন থেকে দূরে রাখতে হবে।

দলটির নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশেমী বলেন, "আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচন অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতিতে হতে হবে। পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।"

অন্যান্য বক্তারাও তাদের বক্তব্যে বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের ওপর জোর দেন। এই সমাবেশটি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।