বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

ইসি সচিবালয় ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৬:১১ পিএম

ইসি সচিবালয় ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

ছবি - সংগৃহীত

নির্বাচন কমিশনের কাজে গতিশীলতা বাড়াতে দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ- ২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ- ২০২৫-এর খসড়া অনুমোদন করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উদ্যোগে এই অধ্যাদেশগুলোর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই আইন সংস্কারের ফলে নির্বাচন কমিশনের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।

এই বৈঠকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও উপস্থিত ছিলেন। এই দুটি অধ্যাদেশ কার্যকর হলে নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যকারিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।