সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৭:০০ পিএম
বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ভারতে নির্মিত একটি প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করে দিয়েছে দেশটির সরকার। ভারতের জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার দোহাই দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রামাণ্যচিত্রটির নাম ‘৩৬ জুলাই : রাষ্ট্র বনাম নাগরিক’। এটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা সৌমিত্র দস্তিদার। গত আগস্টে একটি টিভি চ্যানেলে এটি প্রথম প্রচারিত হয় এবং পরে ইউটিউবে প্রকাশ করা হয়। নির্মাতা সৌমিত্র দস্তিদার জানান, সেপ্টেম্বরে একটি কপিরাইট জটিলতা ঠিক করার পর বাংলাদেশের দর্শকরা এটি দেখতে পারছিলেন।
কিন্তু যখন তিনি ভারতে বসে প্রামাণ্যচিত্রটি দেখার চেষ্টা করেন, তখন দেখেন সেটি ভারতে ব্লক করে দেওয়া হয়েছে।সৌমিত্র দস্তিদার এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বলেন, “যখন ভারতে ‘বেঙ্গল ফাইলসের’ মতো বিতর্কিত ছবিও নিরাপত্তা নিয়ে প্রদর্শন করা হচ্ছে, তখন আমার প্রামাণ্যচিত্রটি ব্লক করায় আমি অবাক।”
তিনি আরও বলেন, এই প্রামাণ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যক্ষদর্শীদের বক্তব্য তুলে ধরা হয়েছে এবং এতে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কিছু নেই। প্রামাণ্যচিত্রে বদরুদ্দিন উমর, তাসনিম খলিল, কাজী নওশাবা আহমেদ, শারমীন আহমেদসহ বেশ কয়েকজনের সাক্ষাৎকার রয়েছে।