বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৬৫ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০২:১৬ পিএম

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৬৫ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

ছবি - সংগৃহীত

২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় মৃতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে আহত হয়েছেন প্রায় এক লাখ ৬৫ হাজার ৬৯৭ জন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এই আগ্রাসনে ইসরাইলে নিহত হয়েছেন এক হাজার ১৩৯ জন।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আল জাজিরা জানায়, ভোর থেকে গাজায় চালানো ইসরাইলি হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জন গাজা সিটির বাসিন্দা। এছাড়া, গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বুধবার ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকাজুড়ে অন্তত ৮৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে গাজা সিটিতে নিহত হয়েছেন ৬১ জন। এর মধ্যে আল-শিফা হাসপাতালের কাছে এক হামলায় অন্তত ১৩ জন নিহত হন। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির তাল আল-হাওয়া এলাকার আল-কুদস হাসপাতালের আশেপাশে ইসরাইল ড্রোন হামলা চালিয়েছে, যাতে অনেক ফিলিস্তিনি আহত হয়েছেন।

গত দুই বছরের মধ্যে গাজা সিটি সম্প্রতি সবচেয়ে ভয়াবহ আক্রমণের শিকার হচ্ছে। তীব্র বোমা ও গুলিবর্ষণের মুখে হাজার হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।