বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজারো ইসরায়েলি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০২:৫৮ পিএম

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজারো ইসরায়েলি

ছবি - সংগৃহীত

স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ইসরায়েলে একটি নতুন আন্দোলন শুরু হয়েছে। দেশটির বামপন্থি ইহুদি ও আরবদের রাজনৈতিক সংগঠন জাজিম এই উদ্দেশ্যে একটি পিটিশন শুরু করেছে, যেখানে এরই মধ্যে ৭ হাজার ৫০০-এর বেশি ইসরায়েলি স্বাক্ষর করেছেন।

আগামী ২২শে সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরুর আগেই ১০ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ করছে জাজিম। তাদের উদ্দেশ্য হলো এই পিটিশনটি জাতিসংঘের অধিবেশনে পেশ করা, যাতে আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি আরও জোরালো হয়।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জাজিম তাদের পিটিশনে বলেছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ইসরায়েলের জন্য কোনো শাস্তি নয়, বরং এর মাধ্যমে দুই জাতিগোষ্ঠীর জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত হবে।

তারা আরও উল্লেখ করে যে, ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলে ইসরায়েলের নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হবে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো কট্টরপন্থি নেতারা বর্ণবাদ ও সহিংসতাকে উসকে দেবেন, যা ইসরায়েলকে ভবিষ্যতে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে।২০২৩ সাল থেকে গাজায় হামাসের হামলার জবাবে ইসরায়েলি বাহিনীর অভিযান চলছে। এই অভিযানে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারেরও বেশি আহত হয়েছেন।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি নির্মূল ও জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি আরও শক্তিশালী হচ্ছে, যা এবার ইসরায়েলের অভ্যন্তরেও প্রতিধ্বনিত হচ্ছে। এই পিটিশনটি ইসরায়েলি সমাজে পরিবর্তনশীল মনোভাবের একটি স্পষ্ট ইঙ্গিত বহন করছে।