অলিউর রহমান মিরাজ
সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০২:৫৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের নবাবগঞ্জে নাশকতার একটি চাঞ্চল্যকর মামলায় দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেনসহ ১০ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার বিকালে দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৫টায় কঠোর পুলিশি পাহারায় আটককৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন: দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, তার ছেলে মো. নিশান হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.
ছানোয়ার হোসেন মণ্ডল, জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. আইনুল হক, মো. আজিজুল হক, মো. জামিনুর রহমান, মো. মোমিনুল ইসলাম, মো. আজিজার রহমান এবং মো. সাজেদুর রহমান সবুজ।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৪ আগস্ট দুপুরে নবাবগঞ্জের তপনঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে ককটেল ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
ওই ঘটনায় মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে নবাবগঞ্জ থানায় ৭৫ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৫০০ জনের বিরুদ্ধে একটি নাশকতার মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, সাবেক এমপি শিবলী সাদিক ও দেলোয়ার হোসেনের নির্দেশে এই হামলা চালানো হয়।
এর আগে উচ্চ আদালতের নির্দেশে আসামিরা নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের ৫ হাজার টাকার মুচলেকায় ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। বুধবার এই জামিনের মেয়াদ শেষ হলে তারা পুনরায় আবেদন করেন, তবে এবার আদালত তা নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।