বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

দেশের চার বিভাগে ভারি বর্ষণের শঙ্কা, কমবে না গরম

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৪:২১ পিএম

দেশের চার বিভাগে ভারি বর্ষণের শঙ্কা, কমবে না গরম

ছবি - সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এতে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, অর্থাৎ গরমের অনুভূতি প্রায় অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের মতে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত এই চার বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, উল্লিখিত অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রবিবার থেকে সামান্য তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এই সময়ে গরম ও আর্দ্রতা বিদ্যমান থাকবে।