বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৪৭

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:৩৮ পিএম

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৪৭

ছবি - সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬৪৭ জন। এদের মধ্যে ২৪১ জন ঢাকা সিটি কর্পোরেশনের এবং বাকিরা ঢাকার বাইরের।

চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪০ হাজার ৪৬১ জন। তাদের মধ্যে ৩৮ হাজার ২৫২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭ জনে।

উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃতের সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ জন।

ডেঙ্গুর প্রতিরোধ ও প্রতিকার:

  • মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করুন। বাড়ির আশেপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন।

  • মশারির নিচে ঘুমান।

  • পূর্ণ হাতা শার্ট এবং লম্বা প্যান্ট পরিধান করুন।

  • ডেঙ্গুর লক্ষণ দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।