বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

আর্জেন্টিনা ও ব্রাজিলকে দুঃসংবাদ দিল ফিফা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৬:৫৬ পিএম

আর্জেন্টিনা ও ব্রাজিলকে দুঃসংবাদ দিল ফিফা

ছবি - সংগৃহীত

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে বড় পরিবর্তন এসেছে, যা ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে। প্রায় দুই বছর ধরে শীর্ষে থাকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে এসেছে। অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও এক ধাপ অবনতি হয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

এই র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন, যা তাদের জন্য ২০১৪ সালের পর প্রথম। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফ্রান্স। র‍্যাংকিংয়ে এগিয়েছে পর্তুগাল, যারা এখন ব্রাজিলের পঞ্চম স্থান দখল করেছে।

এছাড়া, র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে ক্রোয়েশিয়া ও ইতালির। সাবেক চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি আবারও শীর্ষ দশে ফিরে এসেছে। তারা এখন দশম স্থানে অবস্থান করছে। ক্রোয়েশিয়া রয়েছে নবম স্থানে।

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ দশ দল এখন: ১. স্পেন ২. ফ্রান্স ৩. আর্জেন্টিনা ৪. ইংল্যান্ড ৫. পর্তুগাল ৬. ব্রাজিল ৭. নেদারল্যান্ডস ৮. বেলজিয়াম ৯. ক্রোয়েশিয়া ১০. ইতালি

এদিকে, বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। হাভিয়ের কাবরেরার দল আগের মতোই ১৮৪তম স্থানে রয়ে গেছে। সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে আর্জেন্টিনা ও ব্রাজিলের পরাজয়ের কারণে তাদের র‍্যাংকিংয়ে এই অবনতি ঘটেছে।