বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৭:৫৯ পিএম

বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, বিদ্যমান রাজনৈতিক কাঠামোতে নির্বাচন হলে তা আরেকটি স্বৈরাচারী শাসনের জন্ম দেবে। তিনি বলেন, “বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদ, আরেকটি হাসিনার জন্ম হবে।” তবে বাংলাদেশের জনগণ আর ফ্যাসিবাদ মেনে নেবে না বলে তিনি সতর্ক করেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ জামায়াত আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। জুলাই সনদের আইনি ভিত্তি ও সে অনুযায়ী আগামী নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

গোলাম পরওয়ার বর্তমান সরকারকে হুঁশিয়ার করে বলেন, নির্বাচনের আগে সংস্কারের জন্য প্রধান উপদেষ্টা লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন। তাই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েই নির্বাচন দিতে হবে এবং গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। তিনি আরও বলেন, “যদি কোনো সংকট তৈরি না করতে চান, তবে এই সনদের ভিত্তিতেই নির্বাচন করুন। প্রয়োজনে গণভোট দিন।” তিনি ফ্যাসিবাদের দোসরদের

কার্যক্রম স্থগিত করে রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান।তিনি বলেন, যদিও আলোচনা চলছে, কিন্তু তাতে কোনো সফলতা দেখা যাচ্ছে না। তাই তারা আন্দোলনের পথে যাচ্ছেন। তিনি পিআর (Proportional Representation) পদ্ধতির দাবি পুনর্ব্যক্ত করেন এবং বলেন যে ৩১টি দলের মধ্যে ২৬টি দলই পিআরের পক্ষে। তিনি গণভোটের মাধ্যমে এই পদ্ধতির গ্রহণযোগ্যতা যাচাই করার জন্য সরকারকে চ্যালেঞ্জ জানান।

জামায়াতের এই নেতা আগামী শুক্রবার দেশের সব বিভাগীয় শহরে এবং ২৬শে সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।