সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০১:৩৬ পিএম
মায়ামিতে দীর্ঘ সময়ের জন্য থাকতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ইএসপিএন জানিয়েছে, মেসি এবং ইন্টার মায়ামির মধ্যে একটি নতুন ও বহু-বছরের চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সামান্য কিছু আনুষ্ঠানিকতা শেষ হলেই এই চুক্তিটি সম্পন্ন হবে।
২০২৩ সালের ১৫ জুলাই ইন্টার মায়ামির হয়ে মেসির যাত্রা শুরু হয়। এরপর থেকে ক্লাবটির চেহারা সম্পূর্ণ বদলে গেছে। যোগদানের কয়েক সপ্তাহের মধ্যেই মেসি তার দলকে লিগস কাপের শিরোপা এনে দেন।
২০২৪ মৌসুমে মায়ামি প্রথমবারের মতো সাপোর্টার্স’ শিল্ড জেতে, এবং লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের রেকর্ড গড়ে।
২০২৫ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে মেসি ৩৬ ম্যাচে ২৮টি গোল করেছেন এবং ১৪টি অ্যাসিস্ট করেছেন। তিনি বর্তমানে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। ইন্টার মায়ামির সহমালিক জর্জে মাস আগেই বলেছিলেন, তারা সব ধরনের চেষ্টা করবেন যাতে মেসি সাউথ ফ্লোরিডাতেই তার ক্যারিয়ার শেষ করেন।