বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

পাকিস্তানি ফিল্ডারের থ্রোয়ে আম্পায়ার আহত, খেলা বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৯:৫৮ এএম

পাকিস্তানি ফিল্ডারের থ্রোয়ে আম্পায়ার আহত, খেলা বন্ধ

ছবি - সংগৃহীত

পাকিস্তানের ফিল্ডারের থ্রোয়ে আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে আহত হওয়ায় এশিয়া কাপের পাকিস্তান-ইউএই ম্যাচের মাঝেই খেলা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইউএই ইনিংসের ষষ্ঠ ওভারে এই ঘটনা ঘটে। একটি থ্রো সরাসরি শ্রীলঙ্কান আম্পায়ারের কানে লাগে, যার ফলে তিনি মাঠ ছেড়ে যেতে বাধ্য হন।

দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ 'এ' এর ম্যাচে পাকিস্তান ও ইউএই মুখোমুখি হয়েছিল। ইউএই-এর ব্যাটিংয়ের সময় ষষ্ঠ ওভারে এক পাকিস্তানি ফিল্ডারের অসতর্ক থ্রো সরাসরি গিয়ে লাগে আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগের কানে।

আঘাতের পর খেলা থেমে যায় এবং পাকিস্তানি খেলোয়াড়রা দ্রুত তার কাছে ছুটে যান। প্রাথমিক চিকিৎসার পর রুচিরা মাঠ ছাড়লে রিজার্ভ আম্পায়ার দায়িত্ব নেন।

এই ঘটনার আগে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফখর জামান ৩৬ বলে ৫০ রান করেন এবং শাহীন আফ্রিদি শেষ দিকে ১৪ বলে ২৯ রান করে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন।

ইউএই-এর বোলার জুনায়েদ সিদ্দিকী ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন। জবাবে ইউএই ৪১ রানে ম্যাচটি হেরে যায়।