বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ ভরিতে কত?

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১০:৪৭ এএম

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ ভরিতে কত?

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৪৭০ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুস-এর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম নিম্নরূপ:

  • ২২ ক্যারেট: ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা

  • ২১ ক্যারেট: ১ লাখ ৭৯ হাজার ৬০২ টাকা

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ২৭ হাজার ৬৭৪ টাকা

স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছিল ভরিতে ৩ হাজার ৬৭৫ টাকা। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা।

Image of a gold coin

 

চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে এ পর্যন্ত মোট ৫৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৭ বার এবং কমেছে মাত্র ১৭ বার। গত বছর (২০২৪) দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল।