বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১২:২৪ পিএম

দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ

ছবি - সংগৃহীত

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আগের দিনের সাক্ষ্যে নাহিদ ইসলাম বলেন, গত বছরের ১৪ জুলাই শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দেন।

তার মতে, এই মন্তব্য আন্দোলনকারীদের ওপর হামলার একটি বৈধতা তৈরি করে। তিনি আরও জানান, ১৫ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা দেন যে আন্দোলন ঠেকাতে ছাত্রলীগই যথেষ্ট।

এর ধারাবাহিকতায় ১৬ জুলাই দেশব্যাপী বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে বেশ কয়েকজন ছাত্র-জনতা নিহত হন। নাহিদ ইসলাম বলেন, পরবর্তীতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আরও বহু ছাত্র-জনতা আহত ও নিহত হন এবং ওই সময় সারাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এই মামলার বিচারকাজ চলছে। আজ নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণের পর তাকে জেরা করবেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

এর আগে, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এই মামলায় মোট ৮১ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে।