সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০১:০৯ পিএম
রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় হঠাৎ বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ সময় পুলিশ ১১ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৫-২০ জন যুবক ব্যানার হাতে প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করার পর দ্রুত এলাকা ত্যাগ করে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে।
তিনি বলেন, মিছিলে কারা সরাসরি অংশ নিয়েছিল এবং কারা আশপাশ থেকে আটক হয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আটককৃত ১১ জনের মধ্যে রয়েছেন জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।