বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

ভারত-পাকিস্তানসহ ২৩ দেশকে মাদক পাচারকারী বললেন ট্রাম্প

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০২:৩৩ পিএম

ভারত-পাকিস্তানসহ ২৩ দেশকে মাদক পাচারকারী বললেন ট্রাম্প

ছবি - সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, পাকিস্তান, চীন এবং আফগানিস্তানসহ মোট ২৩টি দেশকে প্রধান মাদক উৎপাদক ও পাচারকারী দেশ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এসব দেশ অবৈধ মাদক এবং মাদকের কাঁচামাল তৈরি ও পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন কংগ্রেসে জমা দেওয়া এক ‘প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশন’-এ ট্রাম্প এসব দেশের তালিকা প্রকাশ করেন। তালিকায় থাকা দেশগুলো হলো—আফগানিস্তান, বাহামা, বেলিজ, বলিভিয়া, মিয়ানমার, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পাকিস্তান, পানামা, পেরু ও ভেনেজুয়েলা।

হোয়াইট হাউস জানিয়েছে যে, ভৌগোলিক, বাণিজ্যিক এবং অর্থনৈতিক কারণগুলোর ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই ২৩ দেশের মধ্যে আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া ও ভেনেজুয়েলা মাদকবিরোধী কার্যক্রমে ব্যাপক ব্যর্থতার পরিচয় দিয়েছে। এসব দেশকে মাদকবিরোধী পদক্ষেপ জোরদার করার আহ্বান জানানো হয়েছে।