বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

সাঘাটায় ভেঙে পড়া ব্রিজে বাঁশের সাঁকো, দুর্ভোগ চরমে

মোস্তাফিজুর রহমান

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৩:০০ পিএম

সাঘাটায় ভেঙে পড়া ব্রিজে বাঁশের সাঁকো, দুর্ভোগ চরমে

ছবি-দিনাজপুর টিভি

গাইবান্ধার সাঘাটা উপজেলার পূর্ব আমদিরপাড়া বটতলা এলাকায় ভেঙে পড়া একটি ব্রিজ এখন স্থানীয়দের জন্য এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গত বছরের বন্যায় ব্রিজটি ধসে পড়ার পর থেকে দুটি ইউনিয়নের প্রায় ৫০ গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে একটি অস্থায়ী বাঁশ-কাঠের ব্রিজ ব্যবহার করছেন।

১৯৯৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ১৯ মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি নির্মিত হয়েছিল। তবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে মাত্র পাঁচ বছরের মধ্যেই এটি নড়বড়ে হয়ে পড়ে। দীর্ঘদিন সংস্কারের অভাবে এবং গত বছরের বন্যায় প্রবল স্রোতে ব্রিজটি ভেঙে যায়।

কোনো বিকল্প রাস্তা না থাকায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে মুষ্টির চাল ও চাঁদা তুলে বাঁশ-কাঠের একটি অস্থায়ী ব্রিজ তৈরি করেন। এই ব্রিজ দিয়ে শুধু হেঁটে চলাচল করা সম্ভব। বাইক, সাইকেল বা অটোরিকশা পার করার সময় যাত্রীদের নেমে যেতে হয়, যা প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনার জন্ম দিচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, "এই ব্রিজ দিয়ে গ্রামের মানুষ যাতায়াত করে। বাচ্চারা ভয় পায়, রোগী নিয়ে যাওয়া কঠিন। কখন যে এই কাঠের ব্রিজ ভেঙে পড়ে প্রাণহানি ঘটবে, তা কেউ জানে না।" আরেক বাসিন্দা রহিম উদ্দিন অভিযোগ করে বলেন, "সময়মতো সংস্কার হলে আজ এই দুর্দশা হতো না। আমরা দ্রুত একটি নতুন ব্রিজ চাই।"

এ বিষয়ে সাঘাটা উপজেলা প্রকৌশলী নয়ন রায় বলেন, "বর্তমানে নতুন ব্রিজ নির্মাণের বাজেট নেই। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।"

তবে এলাকাবাসীর অভিযোগ, প্রায় দুই বছর ধরে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত এই ব্রিজের পুনর্নির্মাণ না হলে প্রতিদিনের ভোগান্তি তো বাড়বেই, একই সঙ্গে বড় ধরনের প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।