মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

বিএনপির সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন চরমোনাই পীর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ০৮:৩১ পিএম

বিএনপির সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন চরমোনাই পীর

ছবি- সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিএনপির সঙ্গে তাদের একটি ‘বোঝাপড়া’ এখনো বিদ্যমান থাকলেও কিছু বিষয়ে তাদের অবস্থান হতাশাজনক। একটি পত্রিকার সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, তাদের বৈঠকের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শক্তির বিচার, সংস্কার এবং ভবিষ্যতে নতুন করে স্বৈরতন্ত্রের উত্থান ঠেকানো।

চরমোনাই পীর বলেন, “আমাদের দিক থেকে আমরা এখনো সেই বোঝাপড়ার মধ্যেই আছি। আমি মনে করি, বিএনপিও সেই বোঝাপড়ায় অটল রয়েছে।” তবে তিনি বিএনপির সংস্কারের ব্যাপারে তাদের অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “এ ক্ষেত্রে বিএনপির অবস্থান আমাদের কষ্ট দিয়েছে। জাতিকে হতাশ করেছে।”

তিনি আরও বলেন, বিএনপির এক সমাবেশ থেকে তাদের বিরুদ্ধে “অকথ্য ও সহিংস স্লোগান” দেওয়া হয়েছে এবং হুমকিও দেওয়া হয়েছে। এ ধরনের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজের ব্যাপারে বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি, যা শীর্ষ নেতৃত্বের সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি মন্তব্য করেন।