জুলাই ২৭, ২০২৫, ০৬:৫০ পিএম
বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান বাড়ানো এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই প্রেক্ষাপটে, বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ দেশে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি বাহরাইনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের খবর এই লক্ষ্যের দিকেই ইঙ্গিত করে।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার সম্প্রতি গালফ পেট্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বি.এস.সি. (জিপিআইসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আব্দুল রহিম আল আব্বাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, জিপিআইসি-এর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আব্দুল রহিম আল আব্বাসী রাষ্ট্রদূতকে কোম্পানির কার্যক্রম, অবকাঠামো এবং আঞ্চলিক পেট্রো কেমিক্যাল খাতে তাদের অবদানের বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত জিপিআইসি-এর অত্যাধুনিক পেট্রো কেমিক্যাল উৎপাদন ও নির্মাণ শিল্প পরিদর্শন করেন। রাষ্ট্রদূত প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তার ম্যানেজমেন্টের উষ্ণ আতিথেয়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি জিপিআইসি-তে বাংলাদেশি কর্মীর সংখ্যা আরও বৃদ্ধি করার জন্য অনুরোধ করেন।
এছাড়াও, তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে পেট্রো কেমিক্যাল খাতে ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন ধরনের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। সাক্ষাতের সময় প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে জিপিআইসি-এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন: