জুলাই ২২, ২০২৫, ১২:২১ পিএম
রাজধানীর ঢাকা, ২২ জুলাই ২০২৫: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গোটা জাতি গভীর শোক ও বেদনায় আচ্ছন্ন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে ২৫ জনই নিষ্পাপ শিশু। এমন হৃদয়বিদারক ঘটনায় শুধু দেশের সাধারণ মানুষই নন, ক্রীড়াঙ্গনের তারকারাও হতাহতদের জন্য দোয়া এবং শোক প্রকাশ করছেন। বর্তমানে বাংলাদেশে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসা পাকিস্তানি ক্রিকেটাররাও এই শোকের অংশীদার হয়েছেন।
আমাদের অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ঘটনায় রাষ্ট্রীয় শোকের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। আজ (মঙ্গলবার), সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে বাংলাদেশ দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে। এছাড়াও, নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে, স্টেডিয়ামের পতাকা অর্ধনমিত রাখা হবে এবং ম্যাচের সময় মিউজিক বাজানো হবে না। মাঠের বাইরেও ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শোক বার্তা পৌঁছে দিচ্ছেন।
পাকিস্তানি ক্রিকেটারদের পক্ষ থেকে আসা শোক বার্তাগুলো এই মানবিক বিপর্যয়ে তাদের সংবেদনশীলতা তুলে ধরেছে। দলের বাইরে থাকা তারকা পেসার শাহিন আফ্রিদি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "হৃদয়বিদারক এবং দুঃখজনক ঘটনা। বাংলাদেশে বিমান দুর্ঘটনার শিকার হওয়া সবার জন্য দোয়া করছি। অলৌকিক কিছু এবং ভুক্তভোগী পরিবার যেন শক্তি পায় সেই প্রত্যাশা।" তার এই 'অলৌকিক' চাওয়ার পেছনে আহতদের দ্রুত সুস্থতা লাভের আকুতিই ছিল স্পষ্ট।
সিরিজ খেলতে আসা পাকিস্তানের ওপেনার ফখর জামানও গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি লেখেন, "ঢাকায় আজকের (গতকাল) মর্মান্তিক দুর্ঘটনা শুনে খুবই খারাপ লাগছে। এই ঘটনার শিকার ভুক্তভোগী, তাদের পরিবারসহ সবার জন্য আমার দোয়া।"
চোট এবং অন্যান্য খেলার কারণে বাংলাদেশ সফরে আসতে না পারা পাকিস্তানি পেসার হাসান আলি এবং নাসিম শাহও মাইলস্টোনের দুর্ঘটনায় শোকাহত। হাসান আলি লিখেছেন, "ঢাকার হৃদয়বিদারক ঘটনায় শোকাহত। কিছু নিষ্পাপ প্রাণ দ্রুত ঝরে গেল। আমার হৃদয় এবং প্রার্থনা ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে আছে। আল্লাহ তাদের ধৈর্য্য দিন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।" একইভাবে হৃদয় পুড়েছে নাসিম শাহেরও। তিনি লিখেছেন, "বাংলাদেশ থেকে হৃদয়বিদারক খবর এলো। যে দেশটি আমার হৃদয়ের খুব নিকটে। বিধ্বংসী দুর্ঘটনার ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য দোয়া করছি। এই অন্ধকার সময় কাটিয়ে তারা শান্তি ও শক্তি খুঁজে পাক।"
গতকাল (সোমবার) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বিমানবাহিনীর 'এফ-৭ বিজিআই' মডেলের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল ও কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়। আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, বিমানটি মাত্র ১২ মিনিটের মধ্যে দুর্ঘটনার শিকার হয়। নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু, যা এই দুর্ঘটনার করুণ দিক। নিহত প্রাপ্তবয়স্ক দু'জনের মধ্যে একজন ছিলেন বিমানের পাইলট তৌকির ইসলাম এবং অন্যজন শিক্ষিকা মাহরীন চৌধুরী। এছাড়াও, বর্তমানে ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনা প্রমাণ করে যে, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি মানবিকতারও এক শক্তিশালী প্ল্যাটফর্ম। দেশের এমন কঠিন সময়ে ক্রীড়া ব্যক্তিত্বদের সংহতি প্রকাশ সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে। এই শোকের মুহূর্তে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলের খেলোয়াড়দের এমন মানবিক অবস্থান সত্যিই প্রশংসনীয়। আশা করা যায়, আজকের ম্যাচের পারফরম্যান্সে এই শোকের প্রভাব থাকবে, তবে তা দলগুলোকে আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলবে।
আপনার মতামত লিখুন: